প্রকাশিত সংবাদ সম্পর্কে তাল্লু স্পিনিং মিলের ব্যাখ্যা
বুধবার, ৬ নভেম্বর, ২০১৩
শেয়ারনিউজে গত ২৬ অক্টোবর তারিখে প্রকাশিত “শেয়ার দর ধরে রাখার জন্য কৃত্রিম মূল্য সংবেদনশীল তথ্য” শীর্ষক সংবাদের ব্যাখ্যা প্রদান করেছে বস্ত্রখাতের তালিকাভুক্ত কোম্পানি তাল্লু স্পিনিং মিলস লিমিটেড।ব্যাখ্যায় কোম্পানি কর্তৃপক্ষ জানায়, “তাল্লু স্পিনিং মিলস লিমিটেড শেয়ার দর ধরে রাখার জন্য কোন মূল্য সংবেদনশীল তথ্য পরিবেশন করে না। শুধুমাত্র কোম্পানি আর্থিক বিবরণ উপর ভিত্তি করেই মূল্য সংবেদনশীল তথ্য পরিবেশন করে এবং সব সময় বিনিয়োগকারীদের স্বার্থের প্রতি যত্নবান থাকেন।” ব্যাখ্যায় বলা হয়, “তাল্লু স্পিনিং মিলস লিমিটেড একটি পুরাতন ও অত্যন্ত স্বনামধন্য সুতা তৈরীর মিল যাহা ঢাকা স্টক এক্সচেঞ্জে ১৯৯০ সালে এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ২০০০ সালে তালিকাভূক্ত হয়। তালিকাভ’ক্তির পর থেকে অদ্যাবধি নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি এবং ডিএসই, সিএসই এর প্রত্যেকটি নিয়ম-কানুন, অর্ডার যথাযথভাবে পরিপালন করে আসছে। বার্ষিক প্রতিবেদন, অর্ধবার্ষিক প্রতিবেদন ও কোয়ার্টারলি প্রতিবেদন বা অন্য কোন বিষয়ে নিয়ন্ত্রকসংস্থা বিএসইসি এবং ডিএসই, কখনও কোন আপত্তি করেনি।” “তাল্লু স্পিনিং মিলস লিমিটেড ২০১২ সালে বিএসইসি এর সকল নিয়ম মান্য করে ২আর:১ রাইট শেয়ার অনুমোদন করায় ২টি বানিজ্যিক ব্যাংকে ৪০ কোটি টাকা ঋণ পরিশোধ করে তা বিএসইসি-কে ২৯ই অক্টোবর, ২০১২ইং তারিখে অবহিত করে।”
উল্লেখ্য, তাল্লু স্পিনিং মিলস লিমিটেডের কারখানা ময়মনসিংহের গৌরীপুরে অবস্থিত। এর মোট শেয়ার সংখ্যা ৭ কোটি ৬ লাখ ২০ হাজার। এরমধ্যে উদ্যেক্তা পরিচালকদের কাছে রয়েছে ৫৯.১১ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২৫.০৩ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ১৫.৮৬ শতাংশ শেয়ার।
Tags:
All,
Clearification,
Company News,
Price Sensitive Information,
Share Market News
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন