দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার দু’বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে।
দিনশেষে লেনদেনের পরিমাণ দাঁড়ায় প্রায় ১৩’শ কোটি টাকা। একই সঙ্গে বেড়েছে সাধারণ মুল্যসূচক। তবে ডিএসইতে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়লেও কমেছে অন্য পুঁজিবাজার সিএসইতে।
ডিএসই’র ওয়েবসাইট সুত্রে জানা যায়, মঙ্গলবার লেনদেন হয়েছে ১২’শ ৯৪ কোটি টাকা। যা ডিএসইতে ১ বছর ১১ মাস ৮ দিনের মধ্যে সর্বোচ্চ লেনদেন।
এর আগে ডিএসইতে ২০১১ সালে ৩১ জুলাই মাসে লেনদেন হয়েছিলো ১৩’শ কোটি ২৬ লাখ টাকার। সে হিসাবে ডিএসইতে প্রায় ২ বছরে মধ্যে সর্বোচ্ছ লেনদেন এটি।
মঙ্গলবার দিনশেষে ডিএসই’র সাধারণসূচক ১২৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৮৩ পয়েন্ট এসেছে, ডিএসইএক্সও সূচক ৫৮ পয়েন্ট কমে ৪ হাজার ৩২১ পয়েন্টে, ডিএসই৩০ সূচক ৩৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৩৪ পয়েন্টে এসেছে দাঁড়িয়েছে।
দিনশেষে লেনদেন হওয়া ২৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৪২ টির, কমেছে ১৩১ টির এবং অপরিবর্তিত থাকে ১৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের- দাম।
ইতিবাচক রাজনৈতিক পরিস্থিতি, ঘোষিত জাতীয় বাজেটে পুঁজিবাজারের জন্য কতিপয় প্রণোদনা এবং স্কিম বাস্তবায়নের লক্ষে ৯০০ কোটি টাকার পুন:অর্থায়ন তহবিল বন্টনের খবরে বাজারের লেনদেন উন্নতি হচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন