নবায়ন ফি দিতে
অসম্মত হওয়ায় অনেকের বেনিফিশিয়ারি ওনার্স একাউন্ট (বিও) বন্ধ হয়ে গেছে। জুনের মধ্যে নবায়ন ফি দেয়ার সময়সীমা থাকলেও অনেকে
নির্ধারিত সময়ে বিও নবায়ান ফি দেয়নি। যে
কারণে প্রায় ১ লাখ বিও কমে গেছে।
জানা গেছে, জুন মাসের শুরুতে বিও একাউন্ট ছিল ২৬ লাখ
৮০ হাজার ৬৫১টি। যা জুলাই মাসের
৮ তারিখে ১ লাখ ১৫ হাজার ৩৯৩টি কমে দাঁড়িয়েছে ২৫ লাখ ৬৫ হাজার ২৫৮টিতে।
এর আগে গত বছরের জুলাই মাসে নবায়নকে কেন্দ্র করে প্রায় ২ লাখ ৪০ হাজার বিও
কমেছিল। ওই সময় ২ লাখ ৪০
হাজার বিও কমে দাঁড়িয়েছিল ২৮ লাখ ১৯ হাজার ৮২২টিতে। তবে ২০১২-১৩ অর্থবছরে বাজারে নেতিবাচক প্রবণতার
কারণে বিও সংখ্যা আর সেখানে পৌঁছাতে পারেনি।
২০১২ সালে ঝড়ে পড়া বিও অ্যাকাউন্টের সংখ্যা সম্পূর্ণ সক্রিয় বা আগের পরিমাণে
ফিরে না গেলেও চলতি অর্থবছরে তা পূরণ হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
বর্তমানে মোট ২৫ লাখ ৬৫ হাজার ২৫৮টি বিও’র
মধ্যে ১৯ লাখ ১১ হাজার ২৬৭টি পুরুষ, ৬
লাখ ৪৪ হাজার ৫৪১টি নারী এবং ৯ হাজার ৪৫০টি কোম্পানি অ্যাকাউন্ট রয়েছে। বর্তমানে দেশের মধ্যে থাকা নাগরিকের বিও সংখ্যা ২৪ লাখ
২৩ হাজার ৪৬২টি ও প্রবাসীদের ১ লাখ ৩২ হাজার ৩৪৭টি বিও অ্যাকাউন্ট রয়েছে।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন