পুঁজিবাজারে
সদ্য তালিকাভুক্ত ফ্যামিলি টেক্স কোম্পানির পরিচালনা পর্ষদ ২০১২ সমাপ্ত অর্থবছরে
শেয়ারহোল্ডারদের জন্য কোনো ধরনের লভ্যাংশ ঘোষণা না করায় কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরির আওতায় চলে যাচ্ছে। ফলে এ কোম্পানিতে বিনিয়োগ
করে বিনিয়োগকারীদের হতাশা বেড়েছে। তাই এ ধরণের দুর্বল কোম্পানিকে তালিকাভুক্ত না করার জন্য
নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে
আহ্বান জানিয়েছেন বিনিয়োগকারীরা।
জানা যায়, আগামী
৪ আগষ্ট এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহবান করা হয়েছে। এদিন
বিনিয়োগকারীদের সম্মতিক্রমে ‘নো ডিভিডেন্ড’ অনুমোদন
পেলে কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরির
আওতায় চলে যাবে।
বিএসইসি’র আইপিও সংক্রান্ত চিঠি অনুযায়ী, স্টক এক্সচেঞ্জে
তালিকাভুক্তির পূর্বেই এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০১২
সমাপ্ত অর্থ বছরের জন্য কোনো লভ্যাংশ সুপারিশ করেনি বলে ১৮ জুন তথ্য প্রকাশ করে।
নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রাম
স্টক এক্সচেঞ্জের (সিএসই) এক কর্মকর্তা বলেন, এজিএমে ‘নো ডিভিডেন্ড’ অনুমোদন হলে কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরিতে
চলে যাবে। আর
শেয়ারহোল্ডাররা যদি তা অনুমোদন না দেন কিংবা অন্য কোনো সিদ্ধান্ত আসে তবে
ক্যাটাগরির ক্ষেত্রেও পরিবর্তন আসবে।
ডিএসই’র আরেক কর্মকর্তা বলেন, বর্তমান নিয়মনীতি অনুযায়ি
কোম্পানির ঘোষিত লভ্যাংশে যদি আর কোনো পরিবর্তন না আসে তাহলে কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরিতে যাবে।
এদিকে চলতি বছর একাধিক কোম্পানি
তালিকাভুক্ত হয়েছে। এর
মধ্যে প্রায় সবগুলো কোম্পানিই ২০১২ সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আর
লভ্যাংশ প্রদানের কারণে প্রায় সবগুলো কোম্পানি ‘এন’ থেকে ‘এ’ কিংবা
‘বি’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।
যেমন গোল্ডেন হার্ভেষ্ট
কোম্পানিটি লেনদেনে আসার আগের দিন ২০১২ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ লভ্যাংশ
প্রদানের ঘোষণা দেয়। যা এজিএমে শেয়ারহোল্ডাররা অনুমোদন করেন। যে কারণে কোম্পানিটি ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে
উন্নীত হয়েছে। শুধু
হতাশ করেছে পদ্মা লাইফ এবং ফ্যামিলি টেক্স।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন