জেএমআই সিরিঞ্জ’র দর বৃদ্ধির কারণ জানতে তদন্ত কমিটি
বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৩
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সদ্য তালিকাভুক্ত জেএমআই সিরিঞ্জ কোম্পানির শেয়ারের দর অস্বাভাবিকভাবে বাড়ার বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে ২ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত ২ জুলাই এ কোম্পানির শেয়ার দাম বাড়ার কারণ জানতে আদেশে জারি করা হয় বলে বিএসইসি সূত্রে জানা গেছে।
জানা যায়, মূল্য সংবেদনশীল কোনো তথ্য ছাড়াই দর বেড়েছে জেএমআই সিরিঞ্জ কোম্পানির শেয়ারের। তালিকাভুক্তর পর ধারাবাহিকভাবে ১৫ কার্যদিবস দর বেড়েছে। আবার গত ৪ কার্যদিবস ধারাবাহিক শেয়ারটির দর পতন অব্যাহত রয়েছে।
বিএসইসি’র আদেশে বলা হয়েছে, ডিএসইতে সদ্য তালিকাভুক্ত জেএমআই সিরিঞ্জের শেয়ারের দর অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার বিষয়টি লক্ষ্য করেছে বিএসইসি। কোনো মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই হঠাৎ এভাবে দর বেড়ে যাওয়ার কারণ অনুসন্ধানে ২ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটির সদস্যরা হলেন- বিএসইসির উপ-পরিচালক শামসুর রহমান ও সহকারী পরিচালক আবদুর সেলিম। কমিটিকে আগামী ১৫ কর্যদিবসের মধ্যে এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন কমিশনে দাখিলের নির্দেশ দেয়া হল।
মূলত অস্বাভাবিক হারে দরবৃদ্ধিতে শেয়ারের দর অনেক বেড়ে যায়। এতে এ শেয়ারে বিনিয়োগের আগ্রহ হারিয়ে ফেলেছেন বিনিয়োগকারীরা। এ কারণে ক্রেতাশূন্য হয়ে পড়েছে। এক্ষেত্রে অনেক বিনিয়োগকারী অস্বাভাবিক দরে কেনা শেয়ার বিক্রি করতে না পেরে বিপাকে পড়েছেন। বাজার পর্যবেক্ষণে দেখা যায়, সর্বশেষ বার্ষিক প্রতিবেদন ও বাজারদরের ভিত্তিতে এর মূল্য আয় অনুপাত বা পিই রেশিও ৮৮ দশমিক ৬৬। ১৯ জুন ডিএসইতে লেনদেনের প্রথম দিন ঊর্ধ্বমুখী প্রবণতা থাকায় এর দর দাঁড়ায় ৩৫ টাকা ৫০ পয়সা। টানা ১৫ কার্যদিবস এর দর বৃদ্ধি পায়।
গত রোববার প্রথম পতনে দর ৯ দশমিক ৯৬ শতাংশ কমে দাঁড়ায় ১২২ টাকা ৫০ পয়সা। মঙ্গলবার এর দর কমে ১১ টাকা। আর বুধবার এ শেয়ারটির দর কমে ৯.৯৭ শতাংশ বা ৯ টাকা। ফলে সর্বশেষ ৮৯.৪০ টাকা লেনদেন হয়।
Tags:
Company News,
Share Market News
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন