সিকিউরিটিজ
অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিনেন্স, ১৯৬৯ এর সেকশন
নং-১৮ ভঙ্গের কারণে (তালিকাবর্হিভূত) সেকশন ২২ অনুযায়ী অনন্তা প্রপার্টিস লিমিটেড
এবং একনবীন চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক
সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার কমিশনের ৪৮৫তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিএসইসি’র নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর
রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, অনন্তা প্রপার্টিস লিমিটেড মূলধন
উত্তোলনের জন্য কমিশনে ৩০ জুন ২০১২ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক হিসাবে সম্পত্তি
পুর্নমূল্যায়নের ক্ষেত্রে জমি এবং ভবন প্রতি বর্গফুটের মূল্য প্রাক্কলিক মূল্যায়নে
একত্রে উল্লেখ করেছে। যা ঠিক নয়। এ জন্য কমিশন প্রতিষ্ঠানটিকে সিকিউরিটিজ অ্যান্ড
এক্সচেঞ্জ আইন, ১৯৬৯ এর ১৮ নং ধারা ভঙ্গের দায়ে ১ লাখ
টাকা জরিমানা করেছে।
এদিকে অনন্তা প্রপার্টিস লিমিটেডের নিরীক্ষিত প্রতিবেদনে কোয়ালিফাইড ওপিনিয়ন
হিসাবে ২য় অনুচ্ছেদে বর্ণিত জমি ও ভবনের প্রাক্কলিত মূল্যের বিষয়টি উল্লেখ করতে
ব্যর্থতার কারণে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে অধ্যাদেশ,
১৯৬৯
এর সেকশন নং-১৮ ভঙ্গের কারণে সেকশন ২২ অনুযায়ী একনবিন চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে ১
লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন