কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য না থাকলেও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত হওয়ার পর পরই জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিক্যাল ডিভাইস লিমিটেডের শেয়ার দর ক্রমান্বয়ে বাড়তে শুরু করেছে। এর আগে ডিএসইতে তালিকাভুক্ত হবে এমন খবরে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) শেয়ারটির দর সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করতে দেখা যায় বেশ কয়েকদিন। ডিএসই ও সিএসই সূত্রে এ সব তথ্য পাওয়া যায়।
সোমবার ডিএসইতে লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪.২ টাকা বা ৯.৭৯ শতাংশ। ডিএসইতে তালিকাভুক্ত হওয়ার ৪ কার্যদিবসের মধ্যে প্রতিদিন শেয়ারটির দর বাড়তে দেখা গেছে। যেখানে ডিএসইতে ৪ কার্যদিবসের ব্যবধানে ৩২.৩০ টাকায় লেনদেন শুরু হওয়া এ শেয়ারের দর এখন ৪৭.১০ টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ এ চার দিনে প্রতিষ্ঠানটির শেয়ার দর বেড়েছে ১৪.৮০ টাকা।
চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে অধিকাংশ কোম্পানির শেয়ার দর ৮৫ শতাংশ ও দ্বিতীয় কার্যদিবসে প্রায় ৬০ শতাংশ কমলেও এ শেয়ারের দর ছিল ঊর্ধ্বমুখী।
এ শেয়ারের দর বৃদ্ধির যৌক্তিক কারণ না থাকলেও দর বৃদ্ধির পেছনে কারসাজির আশংকা করছেন অনেকে। অনেক বিনিয়োগকারীর মতে, ডিএসইতে তালিকাভুক্তির সঙ্গে সঙ্গে এ কোম্পানির শেয়ার কতিপয় চক্র করায়ত্ব করে নেয়। এরপর তারা নিজেদের মধ্যে সামান্য লেনদেন করে শেয়ারে দর সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় নিয়ে যায়। ফলে সাধারণ বিনিয়োগকারীরা শেয়ারটি ক্রয়ের সুযোগ পাননি। তবে পরিবর্তীতে বেশি দরে শেয়ারটি ছেড়ে দেয়ার পরিকল্পনা চলছে বলেও অনেকে মনে করেন।
উল্লেখ্য, চলতি মাসের ১৯ তারিখ ডিএসইতে এ শেয়ারের ক্লোজ প্রাইস ৩২.৩০ টাকা ছিল। আগে থেকেই প্রতিষ্ঠানটির শেয়ার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হচ্ছে।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন