পুঁজিবাজারে
তালিকাভুক্ত ৫ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল ৩০ জুন,
রোববার
অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ
তথ্য জানা গেছে।
কোম্পানি ৫টি হলো: সোনারবাংলা ইন্স্যুরেন্স, প্রভাতি
ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ,
ন্যাশনাল
লাইফ ইন্স্যুরেন্স এবং বিচ হ্যাচারি লিমিটেড।
জানা গেছে, সোনারবাংলা ইন্স্যুরেন্সের এজিএম সকাল
১০টায়, মাল্টিপারপাস হল, ইনষ্টিটিউট
অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, ১৬০/এ, কাকরাইল
ঢাকায় অনুষ্ঠিত হবে। প্রভাতি
ইন্স্যুরেন্সের এজিএম সকাল সাড়ে ১০টায়, ট্রাস্ট
মিলনায়তন, ৫৪৫, পুরাতন
বিমানবন্দর রোড, ঢাকা ক্যান্টনমেন্ট,
ঢাকায়,
ইসলামী
ইন্স্যুরেন্সের এজিএম দুপুর ২টায়, স্পেক্ট্রা
কনভেনশন সেন্টার, হাউজ # ১৯,
রোড
# ৭, গুলশান-১,
ঢাকা,
ন্যাশনাল
লাইফ ইন্স্যুরেন্সের বেলা ১১টায়, অডিটরিয়াম,
এনএলআই
টাওয়ার, ৫৪, কাজী
নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার,
ঢাকা
এবং বিচ হ্যাচারির এজিএম একইদিন বেলা সাড়ে ১১টা, ফ্যাক্টরী
প্রাঙ্গণ, মহিষ খালিপাড়া,
টেকনাফ
সী বিচ, টেকনাফ, কক্সবাজারে
অনুষ্ঠিত হবে।
প্রতিষ্ঠান ৫টির এজিএমে ৩১ ডিসেম্বর ২০১২ অর্থবছরের জন্য ঘোষিত লভ্যাংশ
শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন করা হতে পারে।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন