পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমাখাতের প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০১২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১৮ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে।
শনিবার অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয় বলে কোম্পানি সূত্রে জানা গেছে।
প্রাপ্ত তথ্য মতে, প্রতিষ্ঠানটির ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এসংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ জুলাই।
বছর শেষে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ৭১ পয়সা। আর নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৭ টাকা ১১ পয়সা।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন