সাড়ে ৪ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন
মঙ্গলবার, ৪ জুন, ২০১৩
শেয়ারবাজার উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের পুন:অর্থায়নের ঘোষণার পর থেকে ক্রমেই উন্নতির দিকে এগুচ্ছে দেশের শেয়ারবাজার। প্রতি কার্যদিবসেই বাড়ছে সূচক ও লেনদেনের পরিমাণ। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন সাড়ে ৪ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৬১১ কোটি ৭৬ লাখ টাকা। যা ডিএসইর ১৫২ কার্যদিবস বা ৪ মাস ১০ দিনে মধ্যে সর্বোচ্চ। এর আগে ডিএসইতে গত বছরের ১৪ অক্টোবর লেনদেন হয়েছিলো ৬৯১ কোটি ৪২ লাখ টাকার। ডিএসইতে শেষ ৩০ মিনিটে লেনদেন হয়েছে ১১১ কোটি টাকার। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ লেনদেন বেড়েছে। সিএসইতে লেনদেন হয়েছে ৫৪ কোটি ২৮ লাখ টাকার। এর আগে সিএসইতে গত ২০ মে লেনদেন হয়েছিলো ৫৬ কোটি ৪৮ লাখ টাকার।
এদিকে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রোড ইনডেক্স ০.৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৩৯৭৪ পয়েন্টে আর সাধারণ সূচক (পুরাতন) ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪২২২ পয়েন্টে। ডিএসইতে মোট ২৮৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৮টি কমেছে ১৫৯টি আর অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির শেয়ারের।
আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৭৮৩৬ পয়েন্টে। সিএসইতে মোট ২০৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে ১২৬টির আর অপরিবর্তিত রয়েছে ১২টি কোম্পানির শেয়ারের।
Tags:
CSE,
DSE,
Share Market News
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন