পুন:অর্থায়নের টাকা বন্টন আবেদনের সময় বাড়লো দ্বিতীয় দফা
সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৩
ক্ষতিগ্রস্ত
বিনিয়োগকারীদের জন্য পুন:অর্থায়নের ছাড়কৃত ৩০০ কোটি টাকা বন্টনের আবেদনের সময় আবার
বাড়ানো হয়েছে। আবেদনের সময় ১৫
দিন বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। পুন:অর্থায়ন
তদারকিকমিটির প্রধান ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী
পরিচালক সাইফুর রহমান বিষয়টি গণমাধ্যমকে জানান।
এর আগে চলতি মাসের ১ তারিখ বিএসইসি কার্যালয়ে এক বৈঠকে ১৫ দিন
সময় বাড়িয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত করা হয়। এ সময় শেষ
হলে দ্বিতীয় দফার এর মেয়াদ ১৫ দিন বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।
পুন:অর্থায়নের সুবিধা নিতে গত ৩০ নভেম্বর পর্যন্ত প্রায় ১৬’শ
বিনিয়োগকারীদের কাছ থেকে প্রায় ৫০ কোটি টাকার আবেদন জমা পড়েছে। প্রয়োজনের
তুলনায় আবেদন অনেক কম হওয়ায় এর মেয়াদ বাড়ানো সিদ্ধান্ত নেয় পুন:অর্থায়ন তদারকি
কমিটি।
চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এ টাকা বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ
করা গেলে পরবর্তিতে কিস্তির টাকা সহজেই ব্যবহার করা সম্ভব হবে। এতে
আগামী ২০১৬ সালের ডিসেম্বরের মধ্যে এ টাকা উত্তোলন সম্ভব হবে। তাই
কমিটি চলতি বছরের মধ্যে এ টাকা বিতরনের ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপের পক্ষে রয়েছে।
জানা যায়, গত ২৬ আগস্ট পুন:অর্থায়ন তহবিলের
প্রথম কিস্তির ৩০০ কোটি টাকা ছাড় করে বাংলাদেশ ব্যাংক। তহবিলের
বাকি ৬০০ কোটি টাকা পরবর্তীতে সমান দুই কিস্তিতে ছাড় করা হবে। এর
আগে ২২ আগস্ট অর্থ ছাড়ের বিষয়ে বাংলাদেশ ব্যাংক, বিএসইসি ও
আইসিবির মধ্যে এই চুক্তি স্বাক্ষর হয়।
এরপর পুন:অর্থায়ন তহবিল অর্থ ব্যবহার তদারক করতে কমিটি গঠন হয়। বাংলাদেশ
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: সাইফুর
রহমানকে আহ্বায়ক করে গঠিত এ কমিটির সদস্য সংখ্যা পাঁচ জন। কমিটির
অন্যান্য সদস্যরা হলেন- বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম,
ইনভেস্টমেন্ট
করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) মহাব্যবস্থাপক নাসিরউদ্দিন আহমেদ,
বিএসইসির
পরিচালক জাহাঙ্গীর আলম ও আইসিবির উপ-মহাব্যবস্থাপক তারেক নিজামউদ্দিন আহমেদ। প্রথমে
তিন সদস্যের কমিটি গঠন করা হলেও ২ সেপ্টেম্বর তা বাড়িয়ে পাঁচ করা হয়।
Tags:
All,
BSEC,
Share Market News
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন