নাভানা সিএনজির বোর্ড সভা ২২ জুলাই
বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৩
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের নাভানা সিএনজি লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২২ জুলাই অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ওই দিন প্রতিষ্ঠানটির বোর্ড সভা দুপুর সোয়া ২টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ ২০১৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। আগের বছর প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিলো।
প্রকৌশল খাতের এ প্রতিষ্ঠানটি ২০০৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। প্রতিষ্ঠানটির অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে ১৫০ কোটি ও ৫৭ কোটি ১০ লাখ টাকা। প্রতিষ্ঠানটির মোট ৫৭১০৭১৬০টি শেয়ারের মধ্যে পরিচালনা পর্ষদের কাছে ৪২.৬৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২১.০৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৩৬.২৭ শতাংশ শেয়ার।
Tags:
Board Meeting,
Engineering,
Share Market News
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন