ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক (ডিজিইএন) ৩১ জুলাই থেকে বাতিল হয়ে যাচ্ছে। ২০০১ সালে চালু হওয়ার পর থেকে প্রায় ১২ বছর পর এ সূচক বাদ যাচ্ছে।
সোমবার ডিএসই’র পরিচালনা পর্ষদ সভায় ১ আগস্ট থেকে এ সূচক না রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছ।
জানা গেছে, গত বৃহস্পতিবার পুঁজিবাজারে বড় আকারে দরপতন হলে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ডিএসই’র সাধারণ সূচক উঠিয়ে দেওয়ার পরামর্শ দেয়।
এ বিষয়ে ডিএসই’র প্রেসিডেন্ট আহসানুল ইসলাম টিটু বলেন, “দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি সাধারণ মূল্যসূচক বাজারের প্রকৃত চিত্র তুলে ধরে না। তাই এটি উঠিয়ে দেওয়া প্রয়োজন।
ডিএসইতে নতুন মূল্যসূচক ডিএসইএক্স চালুর সময় তিন মাসের মধ্যে সাধারণ সূচকটি তুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু নানা কারণে এটি বিলম্বিত হয়েছে।”
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন