ফালু ও বাদলকে ধরলেই শেয়ারবাজার
কেলেংকারির টাকা পাওয়া যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদে বিরোধী দলের নেত্রীর
শেয়ারবাজার সংক্রান্ত আলোচনার পর প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনা এ সময় বলেন, আপনার ফালু ও বাদলকে ধরলেই
শেয়ারবাজারের টাকা কোথায় গেছে তা বের করা যাবে। শেয়ারবাজার কেলেংকারির জন্য
প্রধানমন্ত্রী মোসাদ্দেক হোসেন ফালু ও লুৎফর রহমান বাদলকে দায়ী করেন। প্রধানমন্ত্রী আরো বলেন, বিএনপির আমলে ব্যাংকের টাকা ঋণ নিয়ে লুট করা হয়েছে। তারেক রহমানের ড্যান্ডি ডাইং, হাম্বা লিমিটেড সহ বেশ কয়েকটি
কোম্পানি ব্যাংক থেকে ৯৮০ কোটি টাকা ঋণ নিয়ে ফেরত দেয়নি ।
জিএসপি সুবিধা
বাতিলে খালেদা জিয়ার লেখা কলামের কপি তুলে ধরে শেখ হাসিনা বলেন, উনি দেশের স্বার্থ চিন্তা না করে
এ লেখা লিখেন। তবে বিএনপি নেত্রী জিএসপি সুবিধা বাতিলে কোন লেখা
লেখেননি বলে তাঁর বক্তব্যে দাবি করেন।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন