|
Rakirur Rahman |
যেসব
প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী নিয়মিত ক্রয় বিক্রয় করে তাদের জন্য ৬ মাস অন্তর
প্রভিশনিং এবং যারা দীর্ঘমেয়াদি বিনিয়োগ করে তাদেরকে শেয়ার বিক্রির পর
প্রভিশনিং করার নিয়ম করার জন্য বাংলাদেশ ব্যাংকের প্রতি আহ্বান জানিয়েছেন
ঢাকা স্টক এক্সচেঞ্জের(ডিএসই) প্রেসিডেন্ট রকিবুর রহমান।
প্রাতিষ্ঠানিক
বিনিয়োগকারীরা ডে ট্রেডারের ভূমিকায় থাকায় ক্ষোভ প্রকাশ করে রকিবুর রহমান
বলেন, যেদেশে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ডে ট্রেডারের ভূমিকা পালন করে সে
দেশের পুঁজিবাজার কখনো ভালো হতে পারে না। তাই বাজারের বর্তমান অবস্থায় সকল
প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরকে বিনিয়োগে সঠিক আচরণ করার আহ্বান জানান
তিনি।
আসন্ন বাজেটে ডিএসইর
প্রস্তাব বিবেচনায় থাকবে বলে তিনি বিশ্বাস করেন। তবে প্রাতিষ্ঠানিক
বিনিয়োগকারীরা আচরণ পরিবর্তন না করলে বাজার স্বাভাবিক অবস্থানে ফিরতে
পারবেনা বলে মনে করেন তিনি।
এদিকে
বর্তমান বাজারকে ইতিবাচক ধারায় ফিরিয়ে আনতে আবারো অর্থ মন্ত্রণালয় ও
কেন্দ্রীয় ব্যাংককে এগিয়ে আসার জোর আহ্বান জানিয়েছেন ডিএসই প্রেসিডেন্ট।
Source: Sharenews24.com
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন