স্টাফ রিপোর্টারঃ পুঁজি বাজারে তালিকাভুক্ত ওরিয়ন গ্রুপের দুই কোম্পানির কাল থেকে দুইদিন স্পট মার্কেটে লেনদেন হবে। ডিএসই সূত্রে জানা গেছে, আগামী ২৯ শে নভেম্বর ওরিয়ন ইনফিউশন এবং ওরিয়ন ফার্মার এজিএম সংক্রান্ত রেকর্ড ডেট।
ওরিয়ন ইনফিউশন ৩০শে জুন, ২০১৭ সমাপ্ত অর্থ বছরে বিনিয়োগকারীদের জন্য ১৪% নগদ লভ্যাংশ ঘোষণাদিয়েছে। অন্যদিকে ওরিয়ন ফার্মা ৩০শে জুন, ২০১৭ সমাপ্ত অর্থ বছরে বিনিয়োগকারীদের জন্য ১৫% নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে।
স্টাফ রিপোর্টারঃ বিনিয়োগকারীদের কোন লভ্যাংশ না দিয়েও আজ সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের বঙ্গজ লিমিটেডের। বাজারে লেনদেনের শুরুতে দর কিছুটা কমলেও বেলা বাড়ার সাথে সাথে শেয়ারটির দর বাড়তে থাকে, এক পর্যায়ে শেয়ারটির দাম ১৪০.০০ টাকায় উঠে যায়। যা গতকাল থেকে ১৩.৭৩% বেশি। দিন শেষে শেয়ারটির দর ১৩৬.৪০ টাকায় শেষ হয়।
স্টাফ রিপোর্টারঃ টানা দর বৃদ্ধি পাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি ইসলামিক ব্যাংকের। গত সাত কার্যদিবসে শেয়ারটির দর ২.৯০ টাকা বা ৫৫.৭৭% বৃদ্ধি পেয়েছে। ১৫ই নভেম্বর ২০১৭ তারিখে শেয়ারটির সর্বশেষ দর ছিল ৫.২০ টাকা। যা আজ (২৬.১১.২০১৭) দিন শেষে ৮.১০ টাকায় উন্নিত হয়েছে। আজ দিন শেষে শেয়ারটির কোন বিক্রেতা ছিল না। তৃতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ০.৪২ টাকা।
স্টাফ রিপোর্টারঃ শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন পুঁজি বাজারে তালিকাভুক্ত প্রকোশল খাতের আরএসআরএম স্টিল লিমিটেডের উদ্যোক্তা পরিচালক জনাব মাকসুদুর রহমান। তিনি ২০ লক্ষ শেয়ার তার মেয়ে জনাবা মদিনা তুন নাহার কে উপহার হিসেবে দিয়েছেন। উল্লেখ্য যে, গত ২৩.১১.২০১৭ তারিখে জনাব মাকসুদুর রহমান এই শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছিলেন।
স্টাফ রিপোর্টারঃ বিনিয়োগকারীদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের বঙ্গজ লিমিটেড। জানা গেছে, ৩০ জুন ২০১৭, সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
৩০ জুন ২০১৭ সমাপ্ত অর্থ বছর শেষে শেয়ার প্রতি কোম্পানির লোকসান হয়েছে ০.৬২ টাকা এবং শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য(এনএভি) দাঁড়িয়েছে ২২.১৩ টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০শে ডিসেম্বর, ২০১৭ তারিখ ১১:০০টায় কোম্পানির ফ্যাক্টরি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ই ডিসেম্বর ২০১৭ তারিখে।
স্টাফ রিপোর্টারঃ বিনিয়োগকারীদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের তাল্লু স্পিনিং। জানা গেছে, ৩০ জুন ২০১৭, সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
৩০ জুন ২০১৭ সমাপ্ত অর্থ বছর শেষে শেয়ার প্রতি কোম্পানির লোকসান হয়েছে ১.১২ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৩.১০ টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০শে ডিসেম্বর, ২০১৭ তারিখ ১২:১৫টায় কোম্পানির ফ্যাক্টরি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ই ডিসেম্বর ২০১৭ তারিখে।
স্টাফ রিপোর্টারঃ বিনিয়োগকারীদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের মিথুন নিটিং। জানা গেছে, ৩০ জুন ২০১৭, সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। ৩০ জুন ২০১৭ সমাপ্ত অর্থ বছর শেষে শেয়ার প্রতি কোম্পানির লোকসান হয়েছে ১.৮৪ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২১.৯৯ টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০শে ডিসেম্বর, ২০১৭ তারিখ ১১:৪৫টায় কোম্পানির ফ্যাক্টরি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ই ডিসেম্বর ২০১৭ তারিখে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত টেক্সটাইল খাতের রিজেন্ট টেক্সটাইল মিলস লিঃ ক্রেডিট রেটিং রিপোর্ট প্রকাশ করেছে। ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (CRISL) এই রেটিং সম্পন্ন করেছে। তাতে রিজেন্ট টেক্সটাইল মিলস লিঃ এর দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এ+’ এবং স্বল্পমেয়াদে রেটিং হয়েছে ‘এসটি – ৩’। ৩০শে জুন ২০১৭
পর্যন্ত নিরীক্ষিত আর্থিক হিসাব বিবরণী, ৩০ সেপ্টেম্বর ২০১৭ এর অ-নিরীক্ষিত আর্থিক হিসাব বিবরণী এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত প্রাসঙ্গিক পরিমাণগত এবং পাশাপাশি গুণগত তথ্য বিবেচনায় কোম্পানির অবস্থা স্থিতিশীল প্রতীয়মান হয়েছে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের সিএমসি কামাল এর পরিচালনা পরিষদের বোর্ড সভা আগামী ২৬ নভেম্বর ২০১৭ তারিখে অনুষ্ঠিত হবে।
জানা গেছে, ওই দিন বিকাল ৪টায় প্রতিষ্ঠানটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩০শে জুন ২০১৭ সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ার হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।