পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিকমিউনিকেশন খাতের বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস শেয়ার প্রদানের সুপারিশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। আজ কোম্পানির শেয়ারের কোনো সার্কিট ব্রেকার থাকছেনা।
সমাপ্ত অর্থ বছরে এ কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬.৬৯ টাকা।
বিনিয়োগকারীদের অনুমোদনের জন্য আগামী ২৬ অক্টোবর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এজন্য আগামী ২৬ সেপ্টেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, গত অর্থবছর এ কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ৭.৮৫ টাকা এবং শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল।
২০১২ সালে তালিকাভুক্ত হওয়া রাষ্ট্রায়ত্ত্ব এ কোম্পানির মোট শেয়ারের ৭৩.৭৯ শতাংশ সরকারের কাছে, বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ১৩.০৭ শতাংশ ও সাধারণ জনগনের কাছে রয়েছে ১২.৯৬ শতাংশ।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন