পুঁজিবাজারে তালিকাভুক্ত সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানির শেয়ার বুধবার থেকে উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির আইপিওতে ৩৭ দশমিক ৫০ গুণ বেশি আবেদন জমা পড়েছিল।
সেন্ট্রাল ফার্মা বাজারে ১ কোটি ৪০ লাখ শেয়ার ছেড়ে ১৪ কোটি টাকা সংগ্রহ করেছে। এ জন্য ৫০০টি শেয়ারে মার্কেট লট নিয়ে প্রতিটি শেয়ারের মূল্য ধরা হয়েছে ১০ টাকা। তবে এ কোম্পানির শেয়ারে কেনো প্রিমিয়াম নেওয়া হয়নি।
উল্লেখ্য, গত ২৬ মে থেকে ৩০ মে পর্যন্ত সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে প্রতিষ্ঠানটির আইপিও আবেদন জমা নেওয়া হয়। তবে প্রবাসী বিনিয়োগকারীদের কাছ থেকে এ আবেদন জমা নেওয়া হয় গত ৮ জুন পর্যন্ত।
এর আগে, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৪৭৩তম সভায় সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দেওয়া হয়।
কোম্পানির দেওয়া তথ্য মতে, সমাপ্ত বছরে (৩০ জুন ২০১২) শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ দশমিক ২১ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ১১ দশমিক ২৮ টাকা।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন