পুঁজিবাজারে
তালিকাভুক্ত বিবিধ খাতের জিকিউ বলপেনের বিশেষ সাধারণ সভার (ইজিএম) তারিখ পরিবর্তন
করা হয়েছে। জানা
গেছে, পরিবর্তিত তারিখ অনুযায়ী প্রতিষ্ঠানটির ইজিমে আগামী ৪ আগস্ট
অনুষ্ঠিত হবে। এর
আগে প্রতিষ্ঠানটির ইজিএমের তারিখ নির্ধারণ করা হয়েছিলো ২৩ জুলাই।
ইজিএমের সঙ্গে প্রতিষ্ঠানটির
রেকর্ড ডেটও পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত তারিখ অনুযায়ী রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১১ জুলাই। আগে
রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছিলো ১৮ জুলাই।
উল্লেখ্য কোম্পানির পরিচালনা
পর্ষদ এ কোম্পানির অনুমোদিত মূলধন ২০ কোটি টাকা থেকে ৫০ কোটি টাকায় উন্নীত করবে। এজন্য
মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশনের ধারা নং- ‘ভি’ এবং
এবং আর্টিক্যালস অব অ্যাসোসিয়েশনের ৩ ধারা সংশোধনের উদ্যোগ নেয়া হবে। এছাড়া
এ কোম্পানির পূর্ব ঘোষিত রাইট শেয়ার সংক্রান্ত সিদ্ধান্ত পরিবর্তন করা হবে। পরিবর্তিত
সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার প্রদান করা হবে। এজন্য
৭৭ লাখ ৬৩ হাজার ৫৫৮টি (২০ শতাংশ স্টক ডিভিডেন্ডসহ) সাধারণ শেয়ারের বিপরীতে রাইট
শেয়ার ছাড়া হবে। ফেস
ভ্যালুর সঙ্গে ৩০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি রাইট শেয়ারের নির্দেশক মূল্য ধরা হয়েছে
৪০ টাকা। এর
মাধ্যমে কোম্পানিটি ৩১ কোটি ৫ লাখ ৪২ হাজার ৩২০ টাকা সংগ্রহ করবে।
এর আগে কোম্পানিটি সিদ্ধান্ত
নিয়েছিল ৬৪ লাখ ৬৯ হাজার ৬৩২টি সাধারণ শেয়ারের বিপরীতে প্রতিটি ৬০ টাকা মূল্যের
রাইট শেয়ার ছাড়বে। যেখানে
প্রিমিয়াম ধরা হয়েছিল ৫০ টাকা।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন