সুপ্রিমকোর্টের দারস্থ আরএন স্পিনিং’র শেয়ারহোল্ডার
বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৩
পরিচালকদের হস্তক্ষেপে আরএন স্পিনিংয়ের লভ্যাংশ থেকে বঞ্চিত হয়ে সুপ্রিমকোর্টের দারস্থ হয়েছেন প্রতিষ্ঠানটির কয়েকজন শেয়ারহোল্ডার। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আরএন স্পিনিংয়ের কয়েকজন পরিচালকের রিটের (রিট নং ৩৮৩) পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত ২০ জুন প্রতিষ্ঠানটির লভ্যাংশ ঘোষণার ওপর ৬ মসের অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করে।
এর আগে আরএন স্পিনিংয়ের কয়েকজন পরিচালক নির্ধারিত সময়ে রাইট শেয়ারের অর্থ জমা দিতে না পারায় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তাদের ১০ লাখ টাকা করে জরিমানা করে। এরপর প্রতিষ্ঠানটির পরিচালকরা বিএসইসি’র কাছে জরিমানা মাফের জন্য আবেদন করেন।
বিএসইসি আবেদন বিবেচনা না করায় তারা উচ্চ আদালত বিএসইসি’র বিরুদ্ধে রিট মামলা করেন। পরিচালকদের আবেদনের ভিত্তিতে পরবর্তীতে ডিভিডেন্ড ঘোষণার বিষয়টি মামলায় অন্তর্ভুক্ত হয়। এরপর উচ্চ আদালত পরিচালকদের আবেদনের পরিপ্রেক্ষিতে লভ্যাংশ ঘোষণার ওপর ৬ মাসের অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেন।
এর আগে আরএন স্পিনিং ২০১২ সমাপ্ত অর্থবছরের ডিভিডেন্ড ঘোষণার জন্য ২৯ এপ্রিল কোম্পানির বোর্ড সভা আহ্বান করে। বোর্ড সভার পরের দিন অর্থাৎ ৩০ এপ্রিল কোম্পানির সমাপ্ত বছরে শেয়ারপ্রতি আয়ও ঘোষণা করে। কিন্তু ডিভিডেন্ড ঘোষণা না করে কোম্পানি জানায়, ডিভিডেন্ড ঘোষণার জন্য আদালত থেকে ২ মাস সময় নেওয়া হয়েছে। এর কিছুদিন পর কোম্পানি জানায়, ডিভিডেন্ড ঘোষণার ওপর উচ্চ আদালত ৬ মাসের নিষেধাজ্ঞা জারি করেছে।
এরই পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির কিছু শেয়ারহোল্ডার আরএন স্পিনিংয়ের পরিচালকদের দায়ের করা মামলায় পক্ষভুক্ত হয়ে মামলা থেকে ‘ডিভিডেন্ড ঘোষণা’র অংশটুকু খারিজ করার জন্য আবেদন করে।
১৪ জুলাই ইব্রাহিম সিকিউরিটিজের বিনিয়োগকারী মুনির আহমেদ ও ভিশন ক্যাপিটাল সার্ভিসের বিনিয়োগকারী মাহবুবে রহমান আবেদনটি ফাইল করেন। আবেদনকারীদের পক্ষে আবেদনটি ফাইল করেন সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট নুরুন্নবী বুলবুল।
মামলার বিষয়ে নুরুন্নবী বুলবুল বলেন, কোম্পানির লভ্যাংশ ঘোষণার ওপর উচ্চ আদালতের অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা প্রত্যাহার বা বাতিলের জন্য নিয়ম মোতাবেক আমার মক্কেলদের মামলার পক্ষভুক্ত হতে হচ্ছে। মামলায় পক্ষভুক্ত না হলে এ নিষেধাজ্ঞা বাতিল বা প্রত্যাহার হওয়ার সুযোগ নেই।
তিনি বলেন, ‘লভ্যাংশ ঘোষণার ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার কারণে শেয়ারহোল্ডারদের অধিকার ক্ষুন্ন হয়েছে। তাছাড়া নিয়ন্ত্রক সংস্থার জরিমানা আরোপের সঙ্গে কোম্পানির লভ্যাংশ ঘোষণার বিষয়ে কোনো সম্পর্ক নেই।’
Tags:
Share Market News
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন