শেয়ারবাজারে
তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড গত
সপ্তাহে সাপ্তাহিক টপটেন টার্নওভার তালিকায় উঠে এসেছে। সপ্তাহজুড়ে ১০৪ কোটি ৫৯ লাখ ৪৮ হাজার টাকায় ৪৬ লাখ ৫২
হাজার ৮০০টি শেয়ার লেনদেন হওয়ায় কোম্পানিটি টার্নওভার তালিকার ৪র্থ স্থানে উঠে আসে। এ শেয়ারের সর্বশেষ দর ছিল ২২২.৫০ টাকা।
সাধারণ বিনিয়োগকারীদের মতে, গত মার্চ মাসে
এ কোম্পানির ব্যবসায়িক বছর শেষ হয়েছে। অল্প
দিনের মধ্যেই প্রতিষ্ঠানটি ডিভিডেন্ড ঘোষণা করতে পারে। আর বরাবরের মত ভালো ডিভিডেন্ড ঘোষণা করবে এমন
প্রত্যাশাতেই এ শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। এরই ধারাবাহিকতায় এ শেয়ারের লেনদেন বাড়ছে বলে মনে
করছেন বাজার সংশ্লিষ্টরা।
কোম্পানির তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী টার্নওভার ১ হাজার ৪৬৬
কোটি ১০ লাখ ৩০ হাজার টাকা, কর পরিশোধের পর মুনাফা ৩২৪ কোটি ৫০ লাখ
টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৮.৭৫ টাকা। বর্তমান
বাজার দর অনুযায়ী এর পিই রেশিও ১৯.০৭।
স্কয়ার ফার্মা ১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত মূলধন ৫০০ কোটি এবং পরিশোধিত মূলধন ৩৭০
কোটি ৮০ লাখ টাকা। রিজার্ভের
পরিমান ১ হাজার ৩৩৭ কোটি ৬৯ লাখ টাকা। এ
শেয়ারের ফেস ভ্যালু ১০ টাকা এবং ১০ টিতে মার্কেট লট। এ কোম্পানির ৩৭ কোটি ৭ লাখ ৬৮ হাজার ৬৬৪টি শেয়ারের
মধ্যে ৫৪.২৩ শতাংশ পরিচালনা পর্ষদ, ১৬.৯৫
শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ৭.৯৮ শতাংশ
প্রবাসী বিনিয়োগকারী এবং ২০.৮৪ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।
Comments[ 0 ]
একটি মন্তব্য পোস্ট করুন